• July 9, 2025

লক্ষ্মীছড়ি কৃষি বিভাগের উদ্যোগে কৃষকদের মাল্টা চাষ বিষয়ক প্রশিক্ষণ

স্টাফ রিপোর্টার: খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়ি উপজেলা কৃষি সম্প্রসারণ বিভাগের উদ্যোগে দুই দিন ব্যাপি কৃষকদের লেবু জাতীয় ফলের প্রশিক্ষণ শুরু হয়েছে। ৩জুন বুধবার লীছড়ি মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের সম্মেলন কক্ষে এ প্রশিক্ষণ শুরু হয়। লক্ষ্মীছড়ি উপজেলা কৃষি কর্মকর্তা শফিকুল ইসলাম ভূইয়া প্রশিক্ষণের লক্ষ্য উদ্দেশ্যে ও করণীয় বিষয় আলোচনা করেন। করোনা পরিস্থিতিতে শারীরিক দূরত্ব বজায় রেখে মাল্টা চাষ উৎপাদন, বৃদ্ধি, চাষ পদ্ধতি নিয়ে আলোচনা করা হয়।

প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, অতিরিক্ত পরিচালক মো: ফজলুর রহমান, বিশেষ অতিথি উপ-পরিচালক মো: মর্তুজ আলী।

এছাড়াও কৃষি বিভাগের উপ-সহকারি কৃষি কর্মকর্তাগন উপস্থিত ছিলেন। প্রথম দিনে প্রায় ৬০জন কৃষক প্রশিক্ষণে অংশ নেন। এছাড়াও আগামীকাল বৃহস্পতিবার আরো ৩০জন কৃষক প্রশিক্ষণ নেয়ার কথা রয়েছে। কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, লক্ষ্মীছড়ি উপজেলায় লেবু জাতীয় মাল্টা বাগানের চাষ করার লক্ষ্যেই কৃষকদের মাঝে এ প্রশিক্ষণের উদ্যোগ নেয়া হয়েছে। মাল্টার চারা সরবরাহসহ সার ও অন্যান্য কৃষি উপকরণ কৃষকদের মাঝে বিনামূল্যে সরবরাহ করা হবে বলে জানা গেছে।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post