• June 20, 2025

লক্ষ্মীছড়ি জেএসএস’র সভাপতি ধীমান চাকমা প্রতিপক্ষের গুলিতে আহত, চমেক প্রেরণ

আলমগীর হোসেন মানিকছড়ি থেকে: আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে মানিকছড়ির উপজেলায় আকাশপুরি এলাকায় লক্ষীছড়ি উপজেলা জেএসএস’র( শন্তুগ্রুেপের) সভাপতি ধীমান চাকমা (৪০) প্রতিপক্ষের গুলিতে আহত হন।

পুলিশ জানান, আগে থেকে উৎপেতে থাকা সন্ত্রাসীরা তাহার বাসার সামনে ধীমানকে লক্ষ্য করে গুলি চালান। আহত অবস্থায় ধীমানকে চট্টগ্রাম মেডিক্যাল প্রেরণ করা হয়। এলাকায় আতংক বিরাজ করছে। দীঘ্য দিন ধরে ধীমান চাকমা মানিকছড়িতে বাসা ভাড়া করে স্ত্রী, ছেলে-মেয়ে নিয়ে বসবাস করে আসছেন।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post