লক্ষ্মীছড়ি জোনের উদ্যোগে বাইন্যাছোলা-মানিকপুর হাইস্কুলে অমর একুশ উদযাপন
স্টাফ রিপোর্টার: সারা দেশের মত অমর ২১ ফেব্রুয়ারি যথাযথ সম্মান ও ভাবগাম্ভীর্যে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করেছে সেনাবাহিনী পরিচালিত বাইন্যাছোলা-মানিকপুর উচ্চ বিদ্যালয়।
একুশের প্রথম প্রহরে লক্ষ্মীছড়ি জোনের সার্বিক ব্যবস্থাপনায় জোন কমান্ডার ও জোনের অন্যান্য অফিসার, বাইন্যাছোলা-মানিকপুর উচ্চ বিদ্যালয়ের সকল শিক্ষক, ছাত্র-ছাত্রী, অভিভাবক, জনপ্রতিনিধি এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ পুষ্পমাল্য অর্পন ও প্রভাত ফেরীতে অংশগ্রহণ করেন। পরে স্কুল প্রাঙ্গনে জাতীয় সংগীত পরিবেশন এবং আলোচনা সভার আয়োজন করা হয়। এছাড়াও দিবসটি উপলক্ষ্যে লক্ষীছড়ি জোন কর্তৃক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের মাঝে বক্তৃতা, চিত্রাকংন, কবিতা আবৃতি এবং রচনা প্রতিযোগিতার ১ম, ২য় এবং ৩য় স্থান অর্জনকারী ছাত্র-ছাত্রীদের মাঝে পুরস্কার প্রদান করেন লক্ষ্মীছড়ি জোন কমান্ডার লেঃ কর্নেল মোঃ জান্নাতুল ফেরদৌস।
এ সময় জোনের ভারপ্রাপ্ত উপ-অধিনায়ক মেজর মাহবুব, জোন এ্যাডজুটেন্ট ক্যাপ্টেন রেজা, জোন কোয়ার্টার মাষ্টার ক্যাপ্টেন অভিজিত, লেঃ মারুফ এবং স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। প্রথমবারের মত লক্ষ্মীছড়ি-ফটিকছড়ি সীমান্তে সদ্য প্রতিষ্ঠিত বাইন্যাছোলা-মানিকপুর উচ্চ বিদ্যালয় ভাষা দিবসে লক্ষ্মীছড়ি জোনের এ মহতি উদ্যোগে স্থানীয় জনগন, স্কুলের শিক্ষক এবং ছাত্র-ছাত্রীদেরকে দেশ প্রেমে উদ্বুদ্ধ করার বহি:প্রকাশ বলে স্থানীয়রা মনে করেন।