• November 4, 2024

লক্ষ্মীছড়ি জোনে ইফতার মাহফিল

স্টাফ রিপোর্টার: খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়ি জোনে পবিত্র মাহে রমজান উপলক্ষে এক ইফতার মাহফিলের আয়োজন করা হয়। ১৮ রমজান ৪জুন সোমমবার জোন সদরে এ ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২৪ আর্টিলারি ব্রিগেড গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ কামরুজ্জামান এনডিসি,পিএসসি,জি। লক্ষ্মীছড়ি জোন কমান্ডার লে: কর্ণেল মো: মিজানুর রহমান,পিএসসি,জি আমন্ত্রীত অতিথিদের অর্ভ্যথনা জানান।

ইফতার মাহফিলে আরো উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বাবু কংজুরী চৌধুরী, ১৪ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি সিন্দুকছড়ি জোন কমান্ডার লে: কর্ণেল রুবায়েত মাহমুদ হাসীব, পিএসসি,জি, মাটিরাঙ্গা জোন কমান্ডার লে: কর্ণেল কাজী শামসের উদ্দিন, ,পিএসসি,জি, গুইমারা বিজিবির ভারপ্রাপ্ত সেক্টর কমান্ডার লে: কর্ণেল মোহাম্মদ নুরুজ্জামান,জি।

এছাড়া খাগড়াছড়ি জেলা পরিষদ সদস্য রেম্রাচাই চৌধুরী, মানিকছড়ি উপজেলা চেয়ারম্যান ম্রাগ্য মারমা, লক্ষ্মীছড়ি উপজেলা নির্বাহী অফিসার জাহিদ ইকবাল, লক্ষ্মীছড়ি উপজেলা ভাইস চেয়ারম্যান অংগ্য প্রু মারমাসহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন পদস্থ্য সেনা কর্মকর্তা, উপজেলার বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, বিভিন্ন সরকারি সংস্থার প্রতিনিধি, সাংবাদিক ও গণ্যামান্য ব্যাক্তিবর্গ ইফতার মাহফিলে অংশ নেন। ইফতার পূর্ব দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post