লক্ষ্মীছড়ি জোনে মাসিক নিরাপত্তা সমন্বয় ও মতবিনিময় সভা

লক্ষ্মীছড়ি জোনে মাসিক নিরাপত্তা সমন্বয় ও মতবিনিময় সভা

স্টাফ রিপোর্টার: খাগড়াছড়ি জেলার আওতাধীন লক্ষ্মীছড়ি জোন সদরে মাসিক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ১০ জানুয়ারি আয়োজিত মতবিনিময় সভায় লক্ষীছড়ি জোনের জোন কমা

খাগড়াছড়িতে ইউপিডিএফ’র ডাকে আধাবেলা সড়ক অবরোধ পালিত
গুইমারাতে প্রত্যন্তাঞ্চলের স্কুলগুলোতে মিড-ডে মিল কার্যক্রম উদ্বোধন
খাগড়াছড়ি সদর উপজেলা নির্বাচনে সম্ভাব্য প্রার্থীরা তৎপর

স্টাফ রিপোর্টার: খাগড়াছড়ি জেলার আওতাধীন লক্ষ্মীছড়ি জোন সদরে মাসিক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ১০ জানুয়ারি আয়োজিত মতবিনিময় সভায় লক্ষীছড়ি জোনের জোন কমান্ডার লেঃ কর্ণেল এ এইচ এম জুবায়ের, পিএসসি, জি, পাহাড়ে আইন-শৃংখলা রক্ষার পাশাপাশি শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের লক্ষে সেনাবাহিনীর দৃঢ় প্রতীজ্ঞার অঙ্গীকার ব্যাক্ত করেন। তিনি আরো বলেন উন্নয়ন অগ্রগতিতে দেশ এগিয়ে যাচ্ছে, পাহাড়ে আজ উন্নয়নের ছোঁয়া দৃশ্যমান। সন্ত্রাসী গোষ্ঠীরা পার্বত্য অঞ্চলে শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের পথে বাধা তাই এদের বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

এসময় জোনের উপ-অধিনায়কসহ অন্যান্য কর্মকর্তা,লক্ষ্মীছড়ি উপজেলা চেয়ারম্যান বাবুল চৌধুরী এবং লক্ষ্মীছড়ি, মানিকছড়ি, ফটিকছড়ি উপজেলার বিভিন্ন দপ্তরের প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ, জনপ্রতিনিধি, সাংবাদিক ও সামরিক পদস্থ কর্মকর্তা এবং হেডম্যান কারবারিগণ সভায় উপস্থিত ছিলেন।