লক্ষ্মীছড়ি জোনে মাসিক নিরাপত্তা সমন্বয় ও মতবিনিময় সভা
স্টাফ রিপোর্টার: খাগড়াছড়ি জেলার আওতাধীন লক্ষ্মীছড়ি জোন সদরে মাসিক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ১০ জানুয়ারি আয়োজিত মতবিনিময় সভায় লক্ষীছড়ি জোনের জোন কমান্ডার লেঃ কর্ণেল এ এইচ এম জুবায়ের, পিএসসি, জি, পাহাড়ে আইন-শৃংখলা রক্ষার পাশাপাশি শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের লক্ষে সেনাবাহিনীর দৃঢ় প্রতীজ্ঞার অঙ্গীকার ব্যাক্ত করেন। তিনি আরো বলেন উন্নয়ন অগ্রগতিতে দেশ এগিয়ে যাচ্ছে, পাহাড়ে আজ উন্নয়নের ছোঁয়া দৃশ্যমান। সন্ত্রাসী গোষ্ঠীরা পার্বত্য অঞ্চলে শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের পথে বাধা তাই এদের বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
এসময় জোনের উপ-অধিনায়কসহ অন্যান্য কর্মকর্তা,লক্ষ্মীছড়ি উপজেলা চেয়ারম্যান বাবুল চৌধুরী এবং লক্ষ্মীছড়ি, মানিকছড়ি, ফটিকছড়ি উপজেলার বিভিন্ন দপ্তরের প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ, জনপ্রতিনিধি, সাংবাদিক ও সামরিক পদস্থ কর্মকর্তা এবং হেডম্যান কারবারিগণ সভায় উপস্থিত ছিলেন।