লক্ষ্মীছড়ি জোন কমান্ডার’স কাপ ফুুটবল টুর্ণামেন্টে’র ফাইনাল কাল

স্টাফ রিপোর্টার: খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়ি জোন কমান্ডার’স কাপ ফুুটবল টুর্নামেন্ট-২২ এর ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হতে যাচ্ছে কাল সোমবার বিকেল ৩টায়।
গত ৯ নভেম্বর ৩২ফিল্ড রেজিমেন্ট আটিলারি লক্ষ্মীছড়ি জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোঃ আশরাফুল হক, পিএসসি, জি এ খেলার উদ্বোধন করেন। দুল্যাতলী একাদশ ও লেলাং বড় পাড়া একাদশ ফাইনালে লড়বে। ১৬টি টীম এ টুর্নামেন্টে অংশ নেয়।
লক্ষ্মীছড়ি জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল এ এইচ এম জুবায়ের, পিএসসি, জি, ফাইনাল খেলা শেষে চ্যাম্পিয়ন দলের মাঝে ট্রপি বিতরণ করবেন।