• October 12, 2024

লক্ষ্মীছড়ি থানায় ইফতার মাহফিল

স্টাফ রিপোর্টার:  খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়ি থানার উদ্যোগে ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে। ২৯ মে মঙ্গলবার এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়। ইফতার মাহফিলে আমন্ত্রীত অতিথিদের স্বাগত জানিয়ে শুভেচ্ছা বক্তব্য রাখেন, থানার অফিসার্স ইনচার্জ আ: জব্বার।

খাগড়াছড়ি পুলিশ সুপার আলী আহমেদ খান, লক্ষ্মীছড়ি জোন কমান্ডার লে. কর্ণেল মো: মিজানুর রহমান মিজান, লক্ষ্মীছড়ি উপজেলা নির্বাহী অফিসার জাহিদ ইকবাল, লক্ষ্মীছড়ি জোনের জেডএসও ক্যাপ্টেন সায়মন আলম, লেফট্যানেন্ট ইমরান, ভাইস চেয়ারম্যান অংগ্য প্রু মারমা আমন্ত্রীত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

এছাড়াও রামগড় সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার তৈয়ব মো: ফরহাদ, মানিকছড়ি থানার অফিসার্স ইনচার্জ আব্দুর রশীদসহ উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক ও গণ্যমান্য ব্যাক্তিগণ ইফতার মাহফিলে  অংশ নেন। ইফতার পূর্ব দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন, মাওলানা মো: আনোয়ার উল্লাহ।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post