• September 20, 2024

লক্ষ্মীছড়ি থানা পুলিশের অভিযানে আদালতের দন্ডপ্রাপ্ত আসামী আটক

স্টাফ রিপোর্টার: লক্ষ্মীছড়ি থানা পুলিশের অভিযানে  আদালতের দন্ডপ্রাপ্ত আসামী আটক করার খবর পাওয়া গেছে।

জানা যায়, অফিসার ইনচার্জ লক্ষীছড়ি থানার নির্দেশনায় সঙ্গীয় ফোর্সের সহায়তায় সি আর নং- ৮৮/১৫ (টিআর ৪১/১৫) এর (সাজাপ্রাপ্ত),  ০১(এক) বছরের কারাদণ্ড এবং ২০০০/- টাকা অর্থদণ্ড অনাদায়ে ০১(এক) মাসের কারাদণ্ডে দন্ডিত আসামী জাহিদুল ইসলাম, পিং- মো আবুল কাসেম, সাং ময়ূরখীল, থানাঃ লক্ষীছড়ি, জেলাঃ খাগড়াছড়িকে গ্রেফতার করা হয়। লক্ষ্মীছড়ি  থানা সূত্র হতে এ খবর নিশ্চিত করা হয়েছে।

লক্ষীছড়ি থানার অফিসার ইনচার্জ আব্দুল জব্বার এর  নেতৃত্বে এএসআই অমল চন্দ্র বর্মনসহ সঙ্গীয় ফোর্স নিয়ে রবিবার দিবাগত রাত দেড়টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বায়েজিত থানা, সিএমপি চট্টগ্রাম হইতে উক্ত আসামীকে আটক করা হয়।

 

 

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post