লক্ষ্মীছড়ি বাজার বয়কট কর্মসূচি: ক্রেতা-বিক্রেতা ছিলো কম !
স্টাফ রিপোর্টার: ঊষা মারমার উপর হামলাকারী সন্ত্রাসীদের গ্রেফতারের দাবিতে মঙ্গলবার (৪ আগস্ট ২০২০) থেকে সপ্তাহব্যাপী লক্ষ্মীছড়ি বাজার বয়কট কর্মসূচির মধ্যে বুধবার ছিলো সাপ্তাহিক হাঁট। উপজেলার একমাত্র বাজারটিতে সাপ্তাহিক হাঁট বসে রবিবার ও বুধবার। এর মধ্যে বুধবার অর্ধ-বেলা(হাঁফ-বাজার) লোকসমাগম কম থাকে। যার ফলে ৫আগস্ট বুধবার ক্রেতা-বিক্রেতাদের উপস্থিত ছিলো কিছুটা কম।
নাম প্রকাশে অনিচ্ছুক অনেক ব্যবসায়ীরা বলেন, তুলোনামূলক অন্যান্য দিনের চেয়ে বাজারে লোকজন কম এসেছে। তবে হাঁট-বাজারের কার্যক্রম ছিলো স্বাভাবিক। কাঁচা তরি-তরকারি, শাক-সব্জি, মাছ ও নিত্য প্রয়োজনীয় দ্রব্য বাজারে ওঠেছে প্রচুর। শেষ বেলায় মাছ ও শব্জির দাম কিছুটা সস্তা ছিলো।
বাজার কমিটির সভাপতি আবুল কালাম বলেন, বুধবার হাঁফ বাজার, দুর-দুরান্ত থেকে লোকজন এমনিতেই কম আসে।
লক্ষ্মীছড়ি থানা অফিসার্স ইনচার্জ হুমায়ূন কবীর বাজারসহ বিভিন্ন এলাকা পরিদর্শন করতে দেখা যায়। বাজার বয়কট কর্মসূচির কথা তিনি শুনেছেন বলে জানান। অপর এক প্রশ্নের জবাবে বলেন, কেউ তো এ বিষয়ে মামলা কিংবা অভিযোগ নিয়ে আসে নি। অভিযোগ পেলে আইনগত প্রক্রিয়া বা পুলিশী কার্যক্রম নিয়ম অনুযায়ী চলমান থাকবে বলে জানান তিনি।
গত শনিবার (১ আগস্ট) সংবাদ মাধ্যমে দেওয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে লক্ষ্মীছড়ি সন্ত্রাস প্রতিরোধ কমিটি সদস্য আপ্রুশি মারমা স্বাক্ষরিত এক প্রেসবার্তায় বাজার বয়কট কর্মসূচি পালনের কথা জানানো হয়।
উল্লেখ্য গত ১৮ জুলাই সন্ত্রাসীদের সশস্ত্র হামলায় উষা মারমা নামে তংতুল্যা পাড়ার এক যুবক আহত হওয়ার ঘটনায় দুস্কৃতিকারিদের গ্রেফতারের দাবিতে লক্ষ্মীছড়ি বাজার বয়কটের কর্মসূচি ঘোষণা করা হয়।