• February 19, 2025

লক্ষ্মীছড়ি বাজার শ্রমিক সমবায় সমিতির বার্ষিক সভা অনুষ্ঠিত

 লক্ষ্মীছড়ি বাজার শ্রমিক সমবায় সমিতির বার্ষিক সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার: লক্ষ্মীছড়ি বাজার শ্রমিক সমবায় সমিতি লি: এর বার্ষিক সভা অনুষ্ঠিত হয়েছে। ৭ ফেব্রুয়ারি রবিবার সন্ধ্যায় সমিতির নিজস্ব কার্যালয়ে আয়োজিত এ বার্ষিক সভায় উপস্থিত হয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান বাবুল চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মো: ইয়াছিন, থানার অফিসার্স ইনচার্জ হুমায়ুন কবির, উপজেলা আনসার ভিডিপি অফিসার মো: কামরুজ্জামান।

সভায় সভাপতিত্ব করেন সমিতির প্রতিষ্টাতা সভাপতি মো: মজিবুর রহমান গাজি। শুভেচ্ছা বক্তব্যে সমিতির সভাপতি মো: মজিবুর রহমান গাজি সংগঠনের কার্যক্রম সম্পর্কে তুলে ধরেন। অতিথিরা এই সংগঠনের কার্যক্রম দেখে সন্তোষ প্রকাশ করেন এবং ‘সবে মিলে করি কাজ- হারি জিতি নাহি লাজ’ সবাইকে ঐক্যবদ্ধ থেকে সমাজের কল্যাণমূলক কাজে সম্পৃক্ত থেকে এগিয়ে যাওয়ার আহবান জানান। এসময় সমিতির সাধারণ সম্পাদক মাহবুব আলম, সমিতির সদস্যগণ ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য ১৯৯৬মালের ১৮ মে লক্ষ্মীছড়ি বাজার শ্রমিক সমবায় সমিতি প্রতিষ্ঠার পর থেকে বাল্যবিবাহ রোধ, যৌতুক বন্ধসহ নিজস্ব অর্থায়নে অসহায়দের সার্বিক সাহার্য সহযোগিতা করে আসছে।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post