Homeস্লাইড নিউজশিরোনাম

লক্ষ্মীছড়ি-মানিকছড়ি সড়কে সিএনজি উল্টে আহত ২

স্টাফ রিপোর্টার: খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়ি-মানিকছড়ি সড়কে মগাইছড়ি নামক এলাকায় সিএনজি উল্টে ২জন যাত্রী আগত হওয়ার খবর পাওয়া গেছে। ৬মে বৃহস্পতিবার বিকাল আ

বাঘাইছড়িতে সন্ত্রাসীদের গুলিতে নিহতের ঘটনায় কাল সকাল-সন্ধ্যা হরতাল
মানিকছড়িতে সমাজসেবা বিভাগের সুদমুক্ত ক্ষুদ্র ঋণ বিতরণ
লক্ষ্মীছড়িতে নির্বাচনী কন্ট্রোল রুমে হামলার ঘটনায় নৌকা প্রার্থীসহ ১৫জনের বিরুদ্ধে মামলা

স্টাফ রিপোর্টার: খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়ি-মানিকছড়ি সড়কে মগাইছড়ি নামক এলাকায় সিএনজি উল্টে ২জন যাত্রী আগত হওয়ার খবর পাওয়া গেছে।

৬মে বৃহস্পতিবার বিকাল আনুমানিক সাড়ে ৩টার দিকে ৫জন যাত্রী নিয়ে মানিকছড়ি মহামুনির উদেশ্যে রওনা হলে মগাইছড়িতি গিয়ে দুর্গটনার কবলে পরে। দুর্ঘটনার কারণ ব্যাখা করতে গিয়ে ওই সিএনজির যাত্রী লক্ষ্মীছড়ি উপজেলা পোস্ট মাষ্টার মো: মোস্তাফিজুর রহমান এ প্রতিনিধিকে জানান, কিছু বুঝে ওঠার আগেই সামনের চাকার রিং ভেঙ্গে সিএনজিটি উল্টে যায়। এসময় ২জন যাত্রী গুরুতর আহত হলে স্থানীয়রা উদ্ধার করে দ্রুত মানিকছড়ি হাসপতালে ভর্তি করে।

কর্তব্যরত চিকিৎসক লক্ষ্মীছড়ি সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস্তেফাজুল করিমকে চমেক হাসপাতাল এবং অপর আহত লক্ষ্মীছড়ি কৃষি ব্যাংকের স্টাফ (তাৎক্ষনিকভাবে নাম জানা যায় নি) কে খাগড়াছড়ি সদর হাসপাতালে প্রেরণ করেন। শেষ খবর পাওয়া পর্যন্ত আহতরা শংকামুক্ত বলে জানা গেছে।

লক্ষ্মীছড়ি থানার অফিসার্স ইনচার্জ হুমায়ুন কবীর জানান, ঘটনাটি লক্ষ্মীছড়ি-মানিকছড়ি সীমান্তে হওয়ায় মানিকছড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।