লক্ষ্মীছড়ি-মানিকছড়ি সড়কে ছুড়িকাঘাত করে টাকা ছিনতাই

স্টাফ রিপোর্টার: লক্ষ্মীছড়ি-মানিকছড়ি সড়কে ছুড়িকাঘাত করে টাকা ছিনতাই করে নিয়ে গেছে বলে জানা গেছে। ২৫ মে সকাল সাড়ে ৭টার দিকে রাঙ্গাপানি এলাকায় এ ঘটনা ঘট

মানিকছড়িতে ২১ জনের মনোনয়ন প্রত্যাহার
খাগড়াছড়ি ২৯৮ নং আসনে নৌকা এগিয়ে
দীঘিনালায় মন্দিরভিত্তিক “বয়স্ক শিক্ষা” কেন্দ্রের উদ্বোধন ও বই বিতরণ

স্টাফ রিপোর্টার: লক্ষ্মীছড়ি-মানিকছড়ি সড়কে ছুড়িকাঘাত করে টাকা ছিনতাই করে নিয়ে গেছে বলে জানা গেছে। ২৫ মে সকাল সাড়ে ৭টার দিকে রাঙ্গাপানি এলাকায় এ ঘটনা ঘটে। আহত ক্যারামং মারমা(২৫)কে মানিকছড়ি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে আশংকাজনক অবস্থায় চ্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে দ্রুত পাঠানো হয়।

সূত্রে জানা গেছে বান্দরবান যাওয়ার উদ্দেশ্যে ভাড়ায় চালিত মটরসাইকেল যোগে রাঙ্গাপানি এলাকায় পৌছলে ওৎ পেতে থাকা ২/৩জন অজ্ঞাতনামা সশস্ত্র সন্ত্রাসী গতিরোধ করে পেটে ছুড়ি মেরে সাথে থাকা ৬০হাজার টাকা ছিনিয়ে নেয় বলে জানায় আহত ব্যক্তি। ঘটনাস্থল থেকে আহত ব্যক্তিকে স্থানীয়রা উদ্ধার করে মানিকছড়ি হাসপাতালে নিয়ে যায়।

আমাদের প্রতিনিধি মো: মফিজুল ইসলাম জানান, মানিকছড়ি থানায় এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছিল। তবে এখনো কাউকে আটক করতে পারে নি। আসামী আটকের বিষয়ে পুলিশ জোরতৎপরতা চালাচ্ছেন বলে থানা সূত্রে জানা গেছে। লক্ষ্মীছড়ির বিনাজড়ি এলাকার অদু অং মারমার ছেলে ক্যারামং মারমা। আধিপত্য বিস্তার কিংবা টাকা ছিনতাই করার উদেশ্যেই এ ঘটনা ঘটে থাকতে পারে বলে অনেকের ধারনা।