লক্ষ্মীছড়ি সরকারি কলেজে ‘সততা স্টোর’ চালু করতে অনুদান প্রদান
স্টাফ রিপোর্টার: খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়ি উপজেলায় লক্ষ্মীছড়ি সরকারি কলেজে দুর্নীতি প্রতিরোধ কমিটির মাধ্যমে ‘সততা স্টোর’ চালু করতে অনুদান প্রদান করা হয়েছে।
২৫ জুলাই লক্ষ্মীছড়ি উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে কলেজ কর্তৃপক্ষের নিকট এ অনুদানের টাকা বিতরণ করা হয়। দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় রাঙ্গামাটি দপ্তর থেকে পাঠানো লক্ষ্মীছড়ি সরকারি কলেজে ‘সততা স্টোর’ চালু করতে ২৭হাজার টাকা লক্ষ্মীছড়ি উপজেলা নির্বাহী অফিসার জাহিদ ইকবালের মাধ্যমে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডথুই প্রু মারমার হাতে তুলে দেয়া হয়।
এসময় লক্ষ্মীছড়ি উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান দশরথ তালুকদার, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক উপজেলা প্রেসক্লাব সভাপতি সাংবাদিক মো: মোবারক হোসেন, কমিটির সহ-সভাপতি হরি রঞ্জন সাহা, কমিটির সদস্য হাফেজ মো: ইদ্রিস আলী, সাংবাদিক তালাত মাহমুদ শিশির, শুভদেব চাকমাসহ গণ্যমান্য ব্যক্তিগন উপস্থিত ছিলেন।