লক্ষ্মীছড়ি সেনা জোনে আইন-শৃংখলা বিষয়ক মত বিনিময় সভা

লক্ষ্মীছড়ি সেনা জোনে আইন-শৃংখলা বিষয়ক মত বিনিময় সভা

স্টাফ রিপোর্টার: পাহাড়ে আইন-শৃংখলা রক্ষার পাশাপাশি শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানালেন লক্ষীছড়ি

খাগড়াছড়িতে বিএনপির নেতাকর্মীদের হয়রানী করতেই আওয়ামীলীগ ককটেল হামলার নাটক সাজাচ্ছে
রামগড়ে ভূমি সেবা সপ্তাহ- ২০২৩ পালিত
খাগড়াছড়ি ২৯৮ নং আসনে নৌকা এগিয়ে
স্টাফ রিপোর্টার: পাহাড়ে আইন-শৃংখলা রক্ষার পাশাপাশি শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানালেন লক্ষীছড়ি উপজেলায় আইন-শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত ৩২ ফিল্ড রেজিমেন্টের আর্টিলারী লক্ষ্মীছড়ি জোন অধিনায়ক লেঃ কর্ণেল এ এইচ এম জুবায়ের।
সকালে জোন সদরের হল রুমে বিভিন্ন দপ্তরের প্রশাসনিক কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনীতিবিদ ও স্থানীয়দের নিয়ে মত বিনিময় সভায় এ কথা বলেন।
সবাই মিলেমিশে বসবাসের পাশাপাশি মাদকসহ সকল অপরাধ মূলক কর্মকান্ড থেকে যুব সমাজকে দুরে রাখার আহবান জানান তিনি।
মত বিনিময় সভায় অন্যান্যের মধ্যে উপজেলা চেয়ারম্যান বাবুল চৌধুরী, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিনহাজ মাহমুদ ভুঁইয়া, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ বিল্লাল হোসেন বেপারী প্রমুখ উপস্থিত ছিলেন।