• November 7, 2024

লঙ্গদুতে বিদ্যুতের লুকোচুরি,অতিষ্ঠ গ্রাহকরা

লঙ্গদু(রাঙ্গামাটি) প্রতিনিধি: লঙ্গদুতে বিদ্যুতের লুকোচুরি,অতিষ্ঠ বিদ্যুতের গ্রাহকেরা। গত এক সপ্তাহে লংগদু উপজেলায় বিদ্যুতের যে লোডসেডিংহয়েছে,তাতে অতিষ্ঠ হয়ে উঠেছে লঙ্গদুবাসী। রমজানের দিনে বিদ্যুতের এ অব্যবস্থাপনায় রোজাদারদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। গত এক সপ্তাহ ধরে সেহেরীর সময়, ইফতারীর সময়, তারাবীর সময় বিদ্যুত যে ভাবে লুকোচুরি খেলছে,তাতে রোজাদার মুসল্লিদের এতবেশী কষ্ট হচ্ছে তা ভোক্তভোগী ছাড়া আর কেউ বুজতে পারছেনা।

রোজাদাররা সন্ধায় একটু ঠান্ডা পানি খাবে, একটু শরবত খাবে এটিও রোজাদারদের ভাগ্যে জুটছেনা।হতভাগা লঙ্গদুবাসী তাদের দুর্দশার কথা জানানোর জন্য লঙ্গদুতে নেই বিদ্যুতের কোন অফিস। বিদ্যুতের সাব স্টেশন হবে এটাই লঙ্গদুবাসীর একমাত্র আশ্বাস। রমজান ও গরমের এ দিনে বিদ্যুত বিভাগ সুনজর না দিলে বিদ্যুতের গ্রাহকেরা প্রতিবাদী হয়ে উঠতে পারে। তাই বিদ্যুতের লুকোচুরি দূরীকরণে বিদ্যুত বিভাগের কর্তা ব্যক্তিরা সুনজর দিবেন বলে ভুক্তভোগীরা আশাবাদী।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post