লঙ্গদু জোনের উদ্যোগে মাইনীমুখ বাজারে অগ্নিনির্বাপন সরঞ্জাম প্রদান
মোঃ আব্দুর রহিম,লঙ্গদু: লঙ্গদু জোনের উদ্যোগে মাইনীমুখ বাজারে অগ্নি নির্বাপণ সরঞ্জাম প্রদান করছেন লঙ্গদু জোন অধিনায়ক লেঃ কর্নেল মিরাজ হায়দার চোধুরী পিএসসি।
১৯ মে মাইনীমুখ বাজার ব্যবসায়ী কল্যান সমিতির অফিসে লঙ্গদু জোনের পক্ষ থেকে অগ্নি নির্বাপণ সরঞ্জাম প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন মাইনীমুখ বাজার ব্যবসায়ী কল্যান সমিতির সভাপতি মোঃ কামাল হোসেন, ব্যবসায়ী কল্যান সমিতির সাধারণ সম্পাদক ও লঙ্গাদু উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মীর সিরাজুল ইসলাম জান্টু,মাইনীমুখ ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুল আলীম,লঙ্গাদু প্রেস ক্লাবের সভাপতি এখলাস মিয়া খানসহ বাজারের প্রবীন ব্যবসায়ীবৃন্দ।