লঙ্গাদুতে জাতীয় শিক্ষা সপ্তাহ পালিত
মোঃ আব্দুর রহিম,লঙ্গাদু (রাঙ্গামাটি): যে কোন প্রতিযোগিতায় অংশগ্রহণ শিক্ষার্থীর মানসিক শক্তি ও উদ্দীপনা বৃদ্ধি করে। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস করতিক আয়োজিত জাতীয় শিক্ষা সপ্তাহ উৎযাপন এর উদ্বোধনী অনুষ্ঠানে লঙ্গাদু উপজেলা নির্বাহী অফিসার প্রবীর কুমার রায় সভাপতির বক্তব্যে এ কথা বলেন। তিনি আরো বলেন,একজন প্রতিযোগী বিজয়ী হওয়ার মাধ্যমে তার নিজের, প্রতিষ্ঠানের এবং এলাকার সুনাম বয়ে আনেন।মাঠ পর্যায়ের একজন বিজয়ী প্রতিযোগী জাতীয় পর্যায়ে অংশগ্রহণের সুযোগ লাভ করেন।
ব্যাপক উৎসাহ উদ্দীপনায় অনুষ্ঠিত লঙ্গাদু সরকারী উচ্চ বিদ্যালয় মিলনায়তনে আয়োজিত শিক্ষা সপ্তাহের এ অনুষ্ঠান পরিচালনা করেন, লঙ্গাদু উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন লঙ্গাদু সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাজিব ত্রিপুরা,উপজেলা সহকারী শিক্ষা অফিসার মনিরুজ্জামান, লঙ্গাদু থানার উপ-পরিদরশক মনসুর আহাম্মদ,লঙ্গাদু মডেল কলেজের সহকারী অধ্যাপক,প্রভাসকসহ বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক,সহকারী শিক্ষকবৃন্দ। অনুষ্ঠানে কেরাত,হামদ/নাত,দেশাতব্বোধক গান, জারীগান,রবীন্দ্র সংগীত, নজরুল সঙ্গীত,ভাওয়াইয়া, নৃত্য প্রতিযোগিতার উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের শতাধিক প্রতিযোগী অংশ গ্রহন করেন।