• December 9, 2024

লাঙ্গল প্রতীক নিয়ে মাটিরাঙ্গা উপজেলার নির্বাচনী মাঠে খাদিজা বেগম

মাটিরাঙ্গা প্রতিনিধি: ৫ম মাটিরাঙ্গা উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী হিসেবে লাঙ্গল প্রতীক চেয়ে নির্বাচনী মাঠ চষে বেড়াচ্ছেন খাদিজা বেগম।

মাটিরাঙ্গা উপজেলার বিভিন্ন এলাকায় বসবাসরত প্রায় ৭ হাজার বেকার যুব-মহিলাকে নিজহাতে সেলাই প্রশিক্ষণের মাধ্যমে আত্মনির্ভরশীল করে গড়ে তুলেছেন। দীর্ঘদিন ধরে মাটিরাঙ্গা উপজেলা যুব উন্নয়ন কার্যালয়ে প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং বর্তমানে মাটিরাঙ্গা জোন কর্তৃক আয়োজিত সেলাই প্রশিক্ষণ সেন্টার প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন।

রাজনৈতিকভাবে আমি খাগড়াছড়ি জেলা জাতীয় পার্টির মহিলা সম্পাদিকা হিসেবে দায়িত্ব পালন করছি। আমি মাটিরাঙ্গার সকল স্তরের মানুষের সাথে মিলেমিশে বিভিন্ন আত্মনির্ভরশীল কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে সমাজসেবার পাশাপাশি নারী জনগোষ্ঠির উন্নয়নে কাজ করতে চাই প্রতিশ্রুতি দিয়ে এই প্রতিবেদকের সাথে সাথে আলাপকালে মাটিরাঙ্গাবাসীর উন্নয়নে কাজ করার আগ্রহ থেকেই উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্ধিতা করছি।

প্রবল মনোবল ও আত্মবিশ্বাস আছে নিজের উপর, তাই আমি মনে করি- সকলে সহযোগিতা, দোয়া, ভালবাসার ও সূ-পরামর্শ দেয়ার সাথে সাথে মূল্যবান ভোট দিয়ে মাটিরাঙ্গাবাসী আমাকে নির্বাচিত কবে এই প্রত্যাশা করছি।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post