প্রিয়দর্শী বড়ুয়া, লামা (বান্দরবান): বান্দরবানের লামায় রুপসীপাড়া ইউনিয়নের নয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অংছিংহ্লা মার্মা ২০১৮ সালের
প্রিয়দর্শী বড়ুয়া, লামা (বান্দরবান): বান্দরবানের লামায় রুপসীপাড়া ইউনিয়নের নয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অংছিংহ্লা মার্মা ২০১৮ সালের প্রাথমিক বিদ্যালয় পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিক নির্বাচিত হয়েছেন।
জাতীয় শিক্ষা পদক ২০১৮ উপলক্ষে উপজেলার শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচনের জন্য সোমবার উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে ৭টি ইউনিয়ন থেকে সকল বাছাইকৃত শিক্ষকদের সাক্ষাৎকার অনুষ্ঠিত হয়। বাছাই কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার নূর-এ-জান্নাত রুমির নেতৃত্বে গঠিত বাছাই কমিটি অংছিংহ্লা মার্মাকে উপজেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হিসাবে নির্বাচিত করেছেন।
শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচন-২০১৮ বাছাই কমিটির সভায় অন্যান্যের মাধ্যে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ও বাছাই কমিটির সদস্য সচিব তপন কুমার চৌধুরী এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মাহমুদুল হক, প্রধান শিক্ষক মো. জাহেদ ছরোয়ার প্রমূখ সদস্য হিসেবে উপস্থিত ছিলেন।