• November 22, 2024

লামায় অভিযান চালিয়ে ৫লক্ষ ঘনফুট পাথর জব্দ

লামা (বান্দরবান) প্রতিনিধি: বান্দরবানের লামায় প্রশাসন গত তিনদিন টানা যৌথ অভিযান চালিয়ে ৫লক্ষ ঘনফুট পাথর জব্দ করেছে। বহিরাগত একটি সংঘবদ্ধ পাথর দস্যু গত ৬মাস যাবত উপজেলার ফাসিয়াখালী, ফাইতং, গজালিয়া ও সরই ইউনিয়নের পাহাড়ী ঝিরি, খাল, ছরা ও পাহাড় কেটে ও খুড়ে নির্বিচারে পাথর লুটপাট করে চলেছে। পত্রপত্রিকায় এসব সংবাদ প্রকাশ হওয়ার পর প্রশাসনের টনক নড়ে উঠে। এরি মধ্যে নির্বিচারে উপজেলার পাহাড়ী জলাশয় ধ্বংস করে ও পাহাড়ের প্রাকৃতিক পরিবেশের অপুরনীয় ক্ষতি সাধন করে সংঘবদ্ধ পাথর দস্যুরা ১২ লক্ষ ঘনফুট পাথর লুট করে নিয়ে গেছে বলে সংশ্লিষ্ট এলাকাবাসী দাবি করেছেন।

গত মঙ্গলবারে শুরু হওয়া অভিযানে উপজেলা নির্ববাহী অফিসার নুর-এ-জন্নাত রুমীর নেতৃত্বে বান্দরবান জেলা পরিবেশ অধিদপ্তরের পরিচালক একেএম, সমিউল আলম কোরেসী, পরিদর্শক নাজনীন সুলতানা নীপা, সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট ইসরাত ছিদ্দিকাসহ লামা থানার উপপরিদর্শক মোঃ আশরাফ ও সঙ্গীয় সদস্যগণ অংশ নেন।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post