• July 27, 2024

লামায় আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা

লামা (বান্দরবান) প্রতিনিধি: বান্দরবানের লামায় বাংলাদেশ স্বল্পোন্নত দেশের স্টাটাস উত্তোরণ করে উন্নয়নশীল দেশের যোগ্যতা অর্জণকে স্বাগত জানিয়ে আনন্দ শোভাযাত্রা শেষে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তাগণ বলেছেন, “ স্বাধীনতার স্থপতি জাতীর পিতা বঙ্গবন্ধু বেঁচে থাকলে বাংলাদেশ আরো অনেক আগে উন্নত দেশে পরিনত হতো। স্বাধীনতা বিরোধীরা মহান নেতাকে স্বপরিবারে হত্যা করে, ইতিহাস বিকৃতির আশ্রয় নিয়ে দেশ ও জাতীর উন্নয়নকে ত্রিশ বছর পিছিয়ে দিয়েছে। বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা মানীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে মাত্র ৯ বছরে দেশ উন্নয়নশীল দেশের মর্যাদা অর্জন করতে সক্ষম হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার খিনওয়ান নু’র সভাপতিত্বে উপজেলা সভাকক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা চেয়ারম্যান থোয়াইনুঅং চেধুরী প্রধান অতিথি, মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ মাহাবুবুর রহমান, প্রিন্সিপাল মোঃ রফিকুল ইসলাম, সহকারী কমিশনার (ভুমি) সাইদ ইকবাল, কৃষিবিদ নুরে আলম, মৎস্য অফিসার রাশেদ পারভেজ, প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ জুয়েল মজুমদার, পুলিশ পরিদর্শক আনোয়ার হোসেন, সহকারী তথ্য অফিসার রুহুল আমিন চৌধুরী ও প্রেসক্লাব সভাপতি প্রিয়দর্শী বড়–য়া প্রমুখ বিশেষ অতিথির বক্তব্যে একথা বলেছেন।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post