লামায় ইয়াবাসহ আটক ২জনকে জেল হাজতে প্রেরণ
লামা (বান্দরবান) প্রতিনিধি: বান্দরবানের লামায় ইয়াবাসহ আটক দুজকে আদালত জামিন নামঞ্জুর করে জেল হাজতে পাঠিয়েছেন। সোমবার সন্ধ্যায় পুলিশ গোপন সুত্রে খবর পেয়ে ৭১ পিস ইয়াবাসহ গুরামিয়া ও আব্দুল মান্নানকে বাজারপাড়া থেকে আটক করেন। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে মঙ্গলবার আদালতে হাজির করা হলে আদালত জামিন নামঞ্জুর করে জেল হাজতে পাঠানোর আদেশ দেন।
লামা থানার পুলিশ পরিদর্শক আপ্পেলা রাজু নাহা জানান, বাজারপাড়ায় ইয়াবা বেচাকেনার খবর পেয়ে এসআই জয়নাল আবেদিনের নেতৃত্বে একদল পুলিশ ফোর্সকে ঘটনাস্থলে পাঠানো হয়। তারা অভিযান চালিয়ে একই পাড়ার আলতাফ হোসেনরে ছেলে গুরামিয়া ও মহিউদ্দিনের ছেলে আব্দুল মান্নানকে ৭১ পিস ইয়াবাসহ আটক করেন। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে আদালতে উঠালে আদালত জেল হাজতের আদেশ দেন।