লামায় ইয়াবাসহ মহিলা বিক্রেতা আটক
প্রিয়দর্শী বড়ুয়া, লামা (বান্দরবান): বান্দরবানের লামায় পান সুপারি বিক্রির আড়ালে ইয়াবা বিক্রির দায়ে এক মহিলাকে আটক করেছেন পুলিশ। আটক মহিলার নাম রাধারাণী দে। আটকের সময় তার কাছ থেকে ১২ পিস ইয়াবা উদ্ধার করা হয়। গোপন সূত্রে খবর পেয়ে লামা থানা পুলিশের অতিরিক্ত পরিদর্শক মোঃ খালেক সঙ্গিয় মহিলা পুলিশ সদস্যসহ রাধা রাণী দে’কে আটক করেন।
সূত্র জানায়, রাধা রাণী দীর্ঘদিন যাবত লামাব াজারের মাছ বাজার এলাকায় পান সুপারী বিক্রীর আড়ালে গাজা ও ইয়াবা টেবলেট বিক্রির অভিযোগ রয়েছে। গতকাল শনিবার সাপ্তাহিক বাজার বারে সোর্সের মাধ্যমে পুলিশ ইয়াবা বিক্রির খবর পেয়ে মহিলা পুলিশের সহায়তায় ১২ পিস ইয়াবাসহ তাকে আটক করতে সক্ষম হন। থানার পুলিশ পরিদর্শক আপ্পেলা রাজু নাহা ইয়াবাসহ মহিলা বিক্রেতা আটকের সত্যতা নিশ্চিত করেছেন। তার বিরুদ্ধে মাদক আইনে মামলার প্রস্তুতি চলছে বলেও পুলিশ সূত্র জানান।