লামায় ইয়াবাসহ ২ যুবক আটক, মোটরসাইকেল উদ্ধার
লামা (বান্ন্দবান) প্রতিনিধি: বান্দরবানের লামা উপজেলায় মরণ নেশা ইয়াবা ট্যাবলেট ও মোটর সাইকেলসহ দুই যুবককে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার আজিজনগর ইউনিয়নের তেলুনিয়া সড়কের এন.আই চৌধুরী স’মিল এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।
এ সময় একজনের কাছ থেকে ২৪পিস ইয়াবা ও অপর জনের কাছ থেকে একটি মোটর সাইকেল উদ্ধার করা হয়। আটকরা হলো- কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নের ভিলেজার পাড়ার বাসিন্দা মো. ইব্রাহিমের ছেলে মো. জিয়াবুল হক (৩৬) ও চট্টগ্রাম জেলার লোহাগাড়া উপজেলার চুনতি ইউনিয়নের বাসিন্দা মৃত আবদুল মান্নানের ছেলে মইনুল ইসলাম (৩০)।
সূত্র জানায়, আজিজনগর থেকে মরণ নেশা ইয়াবা ট্যাবলেট বিক্রি হচ্ছে; এমন সংবাদের ভিত্তিতে আজিজনগর পুলিশ ক্যাম্প ইনচার্জ মো. হুমায়ুন কবিরের নেতৃত্বে সঙ্গীয় সদস্যরা বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে অভিযান চালায়। এ সময় এন.আই চৌধুরী স’মিল এলাকা থেকে ইয়াবাসহ এক জনকে ও একটি মোটর সাইকেলসহ আরেকজনকে আটক করে পুলিশ। পরে আটকদের লামা থানায় সোপর্দ করা হয়।
মোটরসাইকেল ও ইয়াবাসহ দুই যুবককে আটকের সত্যতা নিশ্চিত করে লামা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. লেয়াকত আলী বলেন, এ ঘটনায় আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও মোটর যান আইনে মামলা করা হয়েছে।