লামায় “উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্পের” সক্ষমতা প্রশিক্ষণ

লামা (বান্দরবান) প্রতিনিধি: বান্দরবানের লামায “উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্পের” সক্ষমতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে। গতকাল সোমবার সকালে

মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আলীর  বিদায় সংবর্ধনা
গুইমারাতে হাফছড়ি উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধণা
গুইমারাতে মদ্যপানের কারণে ত্রিপুরা যুবকের মৃত্যু

লামা (বান্দরবান) প্রতিনিধি: বান্দরবানের লামায “উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্পের” সক্ষমতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে। গতকাল সোমবার সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে দু’দিনব্যাপী এ প্রশিক্ষণের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান থোয়াইনু অং চৌধুরী। উপজেলা নির্বাহী অফিসার নুর-এ-জান্নাত নুরী’র সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন জাইকার সমন্বয়ক ঝিনা চাকমা। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, মৎস্য অফিসার রাশেদ পারভেজ ও প্রেসক্লাব সভাপতি প্রিয়দর্শী বড়ুয়া।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার (জিওবি) ও জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সী (জাইকা)’র অর্থায়নে পরিচালিত “উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প”র আওতায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগের প্রত্যন্ত জনগোষ্ঠির গর্ভকালীন ও প্রসব পরবর্তী যত্ন, শিশুদের পুষ্টির প্রয়োজনীয়তা এবং অপুষ্টি রোধে করণীয়। উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের বেসিক কম্পিউটার পশিক্ষণ। কৃষিবিভাগের তামাকের বিকল্প হিসেবে ভুট্টাসহ শীতকালীন লাভজনক সব্জি উৎপাদন। পল্লী উন্নয়ন বোর্ডের সমন্বিত/ দলের সদস্যদের হস্থশিল্প বিষয়ে প্রশিক্ষণ। মাধ্যমিক শিক্ষাবিভাগের শিক্ষকদের পেশাগত মানোন্নয়নের অংশ হিসেবে গণিত ও ইংরেজী বিষয়ে সচেতনতাবৃদ্ধি। মহিলা বিষয়ক বিভাগের বাল্য বিবাহ ও যৌন হয়রানি (ইভটিজিং) প্রতিরোধে সচেতনতা ও সমবায় বিভাগের সমবায়ীদের জীবন মান উন্নয়নের জন্য পশুপালন এই ৮ টি বিভাগের মৌলিক বিষয়ে আইসিটি সক্ষমতা বৃদ্দিমূলক প্রশিক্ষণ দেয়া হবে।