লামায় কৃষকলীগের উদ্যোগে ‘কৃষক সমাবেশ’
লামা(বান্দরবান)প্রতিনিধি: বান্দরবানের লামায় কৃষকলীগের উদ্যোগে ‘কৃষক সমাবেশে’ বক্তাগণ বলেছেন, কৃষিপ্রধান বাংদেশে কৃষক শ্রমিক মেহনতি মানুষের হিত সাধনকারী আওয়ামী লীগকে আগামী সংসদ নির্বাচনে নৌকা মার্কার বিজয় সুনিশ্চিত করবেই। গত শুক্রবার রাতে উপজেলা পরিষদ চত্বরে এ কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে পৌর কৃষকলীগের সভাপতি মো. ইউছুপ মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, বান্দরবান জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বান্দরবান পৌরসভার মেয়র মো. ইসলাম বেবী।
এতে বাংলাদেশ কৃষকলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সহ-সভাপতি এস. এম. আকবর আলী চৌধুরী প্রধান বক্তা ছিলেন। পৌর শহর কৃষক লীগের সাধারণ সম্পাদক সুলতান মাহমুদের সঞ্চালনায় আলোচনা সভায় কৃষকলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য এ.কে.এম জাহাঙ্গীর, বান্দরবান জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ক্য সা প্রু মার্মা, মো. মোজাম্মল হক বাহাদুর, কৃষি বিষয়ক সম্পাদক আলহাজ¦ নূর আলী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ¦ মোহাম্মদ ইসমাইল, জেলা পরিষদ সদস্য ফাতেমা পারুল, মোস্তফা জামাল, জেলা আওয়ামীলীগের উপদেষ্টা আবু মুছা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাথোয়াইচিং মার্মা, পৌরসভা মেয়র মো. জহিরুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও রুপসীপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ছাচিংপ্রু মার্মা, জেলা কৃষক লীগের সভাপতি প্রজ্ঞাসার বড়ুয়া পাপন, সাধারণ সম্পাদক মো. সেলিম রেজা, সাংগঠনিক সম্পাদক শহিদুল আলম বাবু বিশেষ অতিথি ছিলেন।
সভায় বক্তারা বলেন, বিএনপি হচ্ছে লুটতরাজের দল। জঙ্গি পৃষ্টপোষকতার সহযোগী। এরা ক্ষমতায় থাকা অবস্থায় দেশে নৈরাজ্য সৃষ্টি, বোমা হামলা দেশের টাকা বিদেশে পাচার ক্ষমতার অপব্যবহার করেছিল। তারা দেশে কোন উনয়ন করেনি বরং লুটপাটে ব্যস্ত ছিল। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর দেশে যে উন্নয়ন হয়েছে তা কোন সরকার করতে পারেনি। জননেত্রী শেখ হাসিনা সরকার উন্নয়ন এবং কৃষিবান্ধব সরকার। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আওয়ামী লীগ তথা বীর বাহাদুরকে নৌকা প্রতীকে আবারো বিজয়ী করতে সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হতে হবে।