• July 27, 2024

লামায় কৃষি উৎপাদনে উপকারভোগীদের নিয়ে মতবিনিময়

প্রিয়দর্শী বড়ুয়া,লামা(বান্দরবান): বান্দরবানের লামা উপজেলায় বেসরকারী সংস্থা কারিতাস এগ্রো ইকোলজি প্রকল্পের উদ্যোগে উপকারভোগী কৃষকের সাথে সরকারী ও বেসরকারী প্রতিষ্ঠানের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। প্রান্তিক কৃষকের মাঝে বিভিন্ন দপ্তরের সেবা সমূহ পৌঁছানোর লক্ষে বৃহস্পতিবার দুপুরে প্রকল্পের উপজেলা কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

প্রকল্পের সিনিয়র মাঠ সহায়ক উজ্জ্বল চাকমার সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন, এগ্রা সার্ভিস সেন্টারের উপ-পরিচালক মো. মাহফুজুর রহমান। এতে উপজেলা কৃষি কর্মকর্তা নূরে আলম, কারিতাস সিএমএফপি প্রকল্পের এরিয়া কো-অর্ডিনেটর মো. আবুল কালাম, ইউনিট কর্মকর্তা মো. কাওছার প্রমুখ বিশেষ অতিথি ছিলেন। সভায় উপস্থিত অতিথিব্ন্দৃ স্ব স্ব বিভাগের সেবা সমূহ উপকারভোগী কৃষকের মাঝে তুলে ধরার পাশাপাশি আর্থ-সামাজিক উন্নয়নের লক্ষে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post