• July 25, 2024

লামায় কোয়ান্টাম ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্টিত

লামা (বান্দরবান) প্রতিনিধি: “সুস্থ দেহ প্রশান্ত মন কর্মব্যস্ত সুখী জীবন” স্লোগানকে প্রতিপাদ্য করে বান্দরবানের লামায় কোয়ান্টম ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্টিত হয়েছে। কোয়ান্টাম ফাউন্ডেশনের ২৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গতকাল শুক্রুবার দিনব্যাপী এ মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়।

উপজেলার সরই ইউনিয়নের কোয়ান্টাম ফাউন্ডেশন ময়দানে অনুষ্ঠিত উক্ত মেডিকেল ক্যাম্পে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর প্যালিয়েটিভ কেয়ার-এর বিভাগীয় প্রধান অধ্যাপক ডা: নিজামউদ্দিন আহমেদের নেতৃত্বে ১২০ জন বিশেষজ্ঞ চিকিৎসকবৃন্দ বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করেন।

বিশেষজ্ঞ চিকিৎসকদের মধ্যে ছিলেন, মেডিসিন, সার্জারি, হৃদরোগ, চক্ষুরোগ, দন্তরোগ, নাক-কান-গলা, চর্মরোগ, অর্থোপেডিকস্, শিশুরোগ, স্ত্রী ও প্রসুতি, ভাইরাস,এলার্জি, সংক্রমনসহ নানা রোগের ৫ হাজারেরও বেশী রোগী চিকিৎসা সেবা নিয়েছেন।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post