লামায় গভীর জঙ্গল থেকে কংকাল উদ্ধার

লামা (বান্দরবান) প্রতিনিধি: বান্দরবানের লামায় অজ্ঞাত ব্যক্তির কংকাল উদ্ধার করেছে পুলিশ। ১৮ এপ্রিল বুধবার দুপুরে গয়ালমারা এরাকার কতিপয় পাথর শ্রমিক উপজে

গুইমারা উপজেলা প্রশাসনের উদ্যোগে শীতবস্ত্র ও প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ
মানিকছড়িবাসীকে উপজেলা চেয়ারম্যানের ঈদ শুভেচ্ছা
মানিকছড়িতে সড়ক বিভাগে ড্রেন নির্মাণে অনিয়ম: ভাংচুর, কাজ বন্ধ

লামা (বান্দরবান) প্রতিনিধি: বান্দরবানের লামায় অজ্ঞাত ব্যক্তির কংকাল উদ্ধার করেছে পুলিশ। ১৮ এপ্রিল বুধবার দুপুরে গয়ালমারা এরাকার কতিপয় পাথর শ্রমিক উপজেলার ফাশিয়াখালী ইউনিয়নের দুর্গমে ভাল্লুক্ষ্যাঝিরির আগায় কংকারটি দেখেন। তারা ইউপি চেয়ারম্যান জাকের হোসেন মজুমদারকে খবর দেন। ইউপি চেয়ারম্যান পুলিশসহ গভীর জংগল থেকে এ কংকাল উদ্ধার করেন।

পুলিশ পরিদর্শক আনোয়ার হোসেন ও ইউপি চেয়ারম্যান’র ধারনা, ২/৩ মাস আগে লোকটি মারা যেতে পারেন। কংকাল উদ্ধার এলাকার ১৬ কিলোমিটারের মধ্যে কোন জন বসতি নেই। এলাকাটি লামা-আলীকদম ও নাইক্ষংছড়ি এতিন উপজেলার সীমান্তবর্তী অতি দুর্গম ও গভীর জঙ্গল হওয়ায় এতদিন লাশের খোঁজ পাওয়া যায়নি বলেও তারা মন্তব্য করেন। ২/৩ মাসের মধ্যে উপজেলায কোন ব্যক্তি নিখোঁজ হওয়ার রেকর্ড নেই বলে পুলিশ জানিয়েছে।