Homeস্লাইড নিউজশিরোনাম

লামায় গরু ব্যবসায়ীর লাঠির আঘাতে রিক্সা চালক নিহত

লামা (বান্দরবান) প্রতিনিধি: বান্দরবানের লামায় গরু ব্যবসায়ীর লাঠির আঘাতে রিক্সা চালক নিহত হয়েছেন। নিহত রিকসা চালক রবিউল হোসেন ( ২৮)সদর ইউনিয়নের হাসপাতা

খাগড়াছড়ি ৪র্থ জেলা প্রশাসক টি২০ ক্রিকেট গোল্ডকাপ শুরু
বন্যায় দীঘিনালায় ব্যাপক ক্ষতি
করোনা’ প্রতিরোধে কড়া সতর্ক বার্তা মানিকছড়ি প্রশাসনের

লামা (বান্দরবান) প্রতিনিধি: বান্দরবানের লামায় গরু ব্যবসায়ীর লাঠির আঘাতে রিক্সা চালক নিহত হয়েছেন। নিহত রিকসা চালক রবিউল হোসেন ( ২৮)সদর ইউনিয়নের হাসপাতাল পাড়ার রবিউল হোসেনের ছেলে।  ঘটনাটি ঘটেছে গতকাল (শনিবার) বিকালে লামা বাজারে।

জানাগেছে, পার্শ্ববর্তী চকরিযা উপজেলার বমুবিলছড়ি ইউনিয়নের পাইন্যাস্যাবিল পাড়ার জনৈক বাবুলমিয়া লামা বাজার থেকে কোরবানির গরু কিনে বাড়ী ফিরছিল। এসময় টাউনহলের সামনে পৌঁচলে গরুটি একটি রিকসার সাথে ধাক্কা খায়। এঘটনার জের ধরে উভয়ের মধ্যে প্রথমে কথা কাটাকাটির এক পর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। স্থানীয়দের মধ্যস্থতায় প্রথম দফায় বিবাদের শেষ হলেও দ্বিতীয় দফায় উভয় পক্ষের আরো লোক জড়ো হয়ে আবারও হামলা পাল্টা হামলার ঘটনা ঘটে। এতে রিক্সা চালক রবিউল মাটিতে লুটিয়ে পড়লে তাকে উদ্ধার করে হাসপাতারে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন।

এ ঘটনায় নিহতের উত্তেজিত আত্মীয়রা বমুবিলছড়ির রোকজনের উপর তৃতীয় দফায় হামলা চালারে পুলিশ মৃদু লাঠি চাজৃ করে ঘটনা নিয়ন্ত্রণ করেন। এতে নিহতের উত্তেজিত আত্মীয়রা পুলিশের উপর চড়াও হয়। দফায় দফায় সংঘটিত হামলা –পাল্টা হামলার ঘটনায় পুলিশ সন্দেহভাজন ৩ জনকে আটক করেন। আটরকা হলেন. ওসমান গণি, শহীদুল ইসলাম ও ফজর আলী সর্বসাং চকরিয়া উপজেলার বমুবিলছড়ি ইউনিয়নের পাইন্যাস্্যারবিল।