• November 7, 2024

লামায় ট্রাক চাপায় এক শিশু নিহত

লামা (বান্দরবান) প্রতিনিধি: বান্দরবানের লামায় ইটবাহী ট্রাকের নীচে চাপা পড়ে এক শিশু নিহত হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে উপজেরার ফাইতং ইউনিয়নের বড় মুসলিমপাড়ায় ঘটনাটি ঘটে। নিহত শিশুটি উম্মে হাবিবা (৪) একই এলাকার বেলাল উদ্দিনের শিশু কন্যা।

লামা থানার পুলিশ পরিদর্শক আনোয়ার হোসেন জানন, জনৈক মহিউদ্দিনের ব্রিকফিল্ড থেকে ইটবাহী নাম্বার বিহীন ট্রাকের নীচে চাপা পড়ে শিশুটি মারা যায়। স্থানীয়রা চালক রুবেল মিয়াকে আটক করে ফাইতং পুলিশ ফাঁড়িতে হস্থান্তর করেন। আটক ট্রাক চালক কক্সবাজারের মহেশখালী উপজেলার কালারমার ছরা গ্রামের কালামিয়ার ছেলে। এ ঘটনায় লামা থানায় এ রিপোর্ট লিখা পর্যন্ত কেউ কোন অভিযোগ দেয় নি বলে সুত্র জানায়।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post