লামায় ডাচ্ বাংলা ব্যাঙ্কের শাখা উদ্বোধন
স্টাফ রিপোটারঃ- বান্দরবানের লামায় বেসরকারি অর্থ লগ্নি সংস্থা ডাচ্ বাংলা ব্যাঙ্কের আজিজনগর শিল্প এলাকা শখার উদ্বোধন করা হয়েছে। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীরবাহাদুর উশৈসিং এমপি প্রধান অতিথি থেকে ইহার আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করেন। ডাচ্ বাংলা ব্যাঙ্কের ব্যবস্থাপনা পরিচালক আবুল কাশেম মোহাম্মদ শিরিণের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ শামিম হোসেন, এসপি মোহাম্মদ জাকের হোসেন মজুমদার, লামা উপজেলা চেয়ারম্যান মোস্তফা জামাল, চকরিয়া উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ ফজলুল করিম সাঈদী, লামা উপজেলা নির্বাহী অফিসার নূর-এ-জান্নাত রুমী, শিল্পপতি আবুল কাশেম চৌধুরী ও আজিজনগর ইউপি চেয়ারম্যান জসীম উদ্দিন প্রমুখ বিশেষ অতিথি ছিলেন।