লামায় ড্রেন থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার

লামা (বান্দরবান) প্রতিনিধি: বান্দরবানের লামায় মানিক শীল (৪০) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। উপজেলার আজিজনগর ইউনিয়নের দুর্গম পাহাড়ি মিশন পাড়া থেকে বৃহস্পতিবার সকালে মরদেহটি উদ্ধার করা হয়। মানিক শীল কক্সবাজারের চকরিয়া পৌরসভা এলাকার ভরামুহুরী গ্রামের বাসিন্দা সুচিত্র শীলের ছেলে।

সূত্র জানায়, বৃহস্পতিবার সকাল ৭টার দিকে মুসলিম পাড়া সংলগ্ন পানি চলাচলের ড্রেনে একটি মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে। স্থানীয়দের ধারণা, হয়ত অতিরিক্ত মদ্যপান করে মানিক শীল রাতের কোন এক সময় রাস্তার পাশের ড্রেনে পড়ে মারা যান। ড্রেন থেকে মানিক শীলের মরদেহ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে লামা থানা পুলিশের উপ-পরিদর্শক মো. গিয়াস উদ্দিন জানান, প্রাথমিক সুরতহাল শেষে মরদেহটি ময়নাতদন্তের জন্য বান্দরবান সদর মর্গে পাঠানো হয়েছে।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post