• July 27, 2024

লামায় তাঁতী লীগের পরিচিতি ও আলোচনা সভা

লামা প্রতিনিধি: বান্দরবানের লামা উপজেলার রুপসীপাড়া ইউনিয়ন তাঁতী লীগের পরিচিতি ও আলোচনা সভায় বক্তারা বলেন, বান্দরবান ৩০০নং আসনে একটানা পাঁচবার নির্বাচিত সংসদ সদস্য বীর বাহাদুর উশৈসিং এমপি জাতি ধর্ম বর্ণ ভেদাভেদ না করে বান্দরবানের তথা লামা উপজেলার পৌরসভা ও প্রতিটি ইউনিয়নের ওয়ার্ড পর্যায়ের তৃণমূল মানুষের কল্যানার্থে রাস্তা-ঘাট, কালভার্ট, ব্রিজ, মসজিদ, মন্দির, গীর্জা, বৌদ্ধ মন্দির, স্কুল কলেজ, মাদ্রসা, ফায়ার সার্ভিস, ছাত্রাবাস, হাসপাতাল, বিদ্যুতসহ ব্যাপক উন্নয়ন কাজ বাস্তবায়ন করেছেন। যা অতীতে কখনো হয়নি। বর্তমানেও উপজেলার বিভিন্ন ইউনিয়নে ব্যাপক উন্নয়ন কাজ চলছে। তাই এ উন্নয়ন কাজ অব্যাহত রাখতে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বীর বাহাদুরকে পূণরায় ভোটে নির্বাচিত করার আহবান জানান।

শুক্রবার বিকালে ইউনিয়ন তাঁতী লীগের সভাপতি ছিদ্দিক জমাদ্দারের সভাপতিত্বে অনুষ্টিত পরিচিতি সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি শেখ মাহাবুবুর রহমান। এতে উপজেলা আওয়ামী লীগের যুগ্ন-সাধারণ সম্পাদক মোস্তফা জামাল, সাংগঠনিক সম্পাদক ছাচিংপ্রু মার্মা, পৌর আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ রফিক, সাধারণ সম্পদাক তাজুল ইসলাম, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. শহীদ, সাধারণ সম্পাদক সাখাওয়াতুল ইসলাম, আওয়ামীলীগের যুব-ক্রীড়া সম্পাদক আব্বাস উদ্দিন সেলিম বিশেষ অতিথি ছিলেন। উপজেলা তাঁতী লীগের সভাপতি মো. নাছির উদ্দিন সভার উদ্ভোধন করেন। সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মো. মঞ্জুর আলম, রুপসীপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি আবুল হোসেন, পৌর তাঁতীলীগের আহবায়ক মো. জাহাঙ্গীর আলম, কলেজ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন। আলোচনা সভা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post