• September 11, 2024

লামায় ত্রিপুরা সমাবেশ অনুষ্ঠিত

লামা (বান্দরবান) প্রতিনিধি: বান্দরবানের লামায ত্রিপুরা সমাবেশে পার্বত্য প্রতিমন্ত্রী বীরবাহাদুর উশৈসি এমপি বলেছেন, পাহাড়ে বসবাসকারি মানুষের নিরাপদ জীবন-যাপন ও আর্থ-সামাজিক উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখার স্বার্থে আইন-শৃংখলা বাহিনীর সাথে ঘনিষ্ট সমন্বয় রক্ষা করতে হবে।

২৮ মার্চ বুধবার তিনি উপজেলার গজালিয়া ইউনিয়নের আকিরামপাড়া সরকারি প্রথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ত্রিপুরা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। তিনি আরো বলেন, যুগযুগ ধরে অবহেলিত পাহাড়ের মানুষের জননেত্রী শেখ হাসিনার সরকার পত ৯ বছরে যে পরিমান উন্নয়ন করেছেন বিগত সময়ে আর কোন সরকার তা করেনি। আগামীতে এই উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে পাহাড়ের সর্বস্তরের মানুষকে আওয়ামী লীগকে বিজয়ী করার অঅহ্বান জানান।

সমাবেশে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নববিক্রম কিশোর ত্রিপুরা, জেলা প্রশাসক আসলাম হোসেন, পুলিশ সুপার জাকির হোসেন মজুমদার, আঞ্চলিক পরিষদ সদস্য কাজল কান্তি দাশ, জেলা পরিষদ সদস্য লক্ষীপদ দাশ, মোস্তফা জামাল ও ফাতেমা পারুল, উপজেলা আওয়ামী লীগ সভাপতি মোঃ ইসমাইল, নির্বাহী অফিসার নুরে জান্নাত রুমী প্রমুখ বিশেষ অতিথি ছিলেন। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, ইউপি চেয়ারম্যান বাথোয়াইচিং মার্মা, হেমাজন ত্রিপুরা, প্রশান্ত ত্রিপুরা, ধর্মচরণ ত্রিপুরা, দুর্যোধন ত্রিপুরা, নিমন্দ্র ত্রিপুরা, অজাহা ত্রিপুরা। উপস্থিত ছিলেন, সহকারি পুলিশ সুপার আব্দুস সালাম চৌধুরী, পুলিশ পরিদর্শ আনোয়ার হোসেন, সদর ইউপি চেয়ারম্যান মিন্টু কুমার সেন, রুপসীপাড়া ইউপি চেয়ারম্যান ছাচিংপ্রু মার্মা, সরই ইউপি চেয়ারম্যান মোঃ ফরিদুল আলম।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post