লামায় পাথর বিষ্ফোরণে শ্রমিক আহত
লামা (বান্দরবান) প্রতিনিধি: বান্দরবানের লামায় অবৈধ বারুদ দ্বারা পাথর বিষ্ফোরণ করতে গিয়ে এক শ্রমিক গুরুতর আহত হয়েছে। আহত শ্রমিকের নাম মোহাম্মদ জাকের(৪৫)। তিনি পৌরসভার ৩নং ওয়ার্ডের হরিণঝিরি পাড়পার সালে আহামদের ছেলে।
জানা গেছে, গত ১ জানুয়ারী কাঠালছরায় পাথরের বোল্ডার খনন করে বারুদ দ্বারা বিস্ফোরন করার সময় তার বাম হাতের তালুসহ আঙ্গুল উড়ে যায়। ঘটনার পর সঙ্গিয় শ্রমিকেরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিতে চাইলে পাথর কোয়ারির মালিক ৯নং ওয়ার্ড কাউন্সিলার মোঃ হাবিলমিয়া জানাজানির ভয়ে বাধা দেন।
আহত শ্রমিক জাকেরকে তার নিজ বাড়িতে রেখে অতি গোপনে গ্রাম্য হাতুড়ে ডাক্তার দিয়ে চিকিৎসা করা হচ্ছে। লামা থানার পুলিশ পরিদর্শক মোঃ আনোয়ার হোসেন বলেন, ঘটনাটি আমরা জানিনা। বিস্ফোরক ব্যবহারের কোন অনুমতি নেই। ঘটনাটি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।