• October 8, 2024

লামায় পাথর বোঝাই ট্রাকসহ আটক ২

লামা (বান্দরবান) প্রতিনিধি: বান্দরবানের লামায পাচারের সময় পাথর বোঝাই ট্রাকসহ দু’জনকে আটক করা হয়েছে। গতকাল রবিবার উপজেলার ফাঁশিয়াখালী ইউনিয়নের ঘিলাতলীপাড়া এলাকা থেকে পাথরসহ তাদের আটক করা হয়। সরকারী নিষেধাজ্ঞা অমান্য ও পরিবেশ বিপর্যয় ঘটিয়ে নির্বিচারে পাথর সংগ্রহ ও পাচারের অভিযোগ পেয়ে থানার পুলিশ পরিদর্শক মোহাম্মদ আনোয়ার হোসেন’র নেতৃত্বে অভিযান চালিয়ে ২শ ঘনফুট পাথর বোঝাই ট্রাক লট নং-১০৯ সহ দু’জনকে আটক করেন।

আটকরা হলেন চকরিয়া উপজেরার পালাকাটা গ্রামের মৃত নজির আহামদের ছেলে পাথর ব্যবসায়ী মোঃ এনামুল হক ও একই উপজেলার সায়েরাখালী গ্রামের মৃত আবুল হাশেমের ছেলে  ট্রাক চালক মোঃ শফি। তাদের বিরুদ্ধে এসআই জয়নাল আবেদিন বাদীহয়ে খনিজ সম্পদ ধারায় মামলা দিয়ে আদালতে হাজির করা হলে আদালত জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরনের নির্দেশ দেন।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post