লামায় ফাঁশিতে ঝুলে মহিলার আত্মহত্যা
লামা(বান্দরবান) প্রতিনিধি: বান্দরবানের লামায় ফাঁশিতে ঝুলে এক খাদিজা বেগম (৫৫) নামক ৬ সন্তানের এক মহিলা আত্মহত্যা করেছেন।
শনিবার সন্ধ্যায় পৌরসভার ৩ নং ওয়ার্ডের টিএন্ডটি পাড়ায় এ ঘটনা ঘটে। তিনি একই পাড়ার মোজাম্মেল হোসেনের স্ত্রী। পাড়ার লোকজন জানান, দীর্ঘদিন ধরে স্বামী-স্ত্রীর মাধ্যে ঝগড়া-বিবাদ ও মারামারি লেগেই ছিল। ঘটনার দিন দুপুরেও মাবাবার মধ্যে ঝগড়া-বিবাদ হয়েছে বলে মৃতের কন্যা লাকীবেগম জানায়।
লামা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) লেয়াকত আলী ঘটনার সত্যতা স্বীকার করে জানান, খবর পেলে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে অপমৃত্যু মামলা করে ময়না তদন্তের জন্য জেলা সদর মর্গে পাঠানোর প্রকৃয়া চলছে।