• September 20, 2024

লামায় বন শ্রমিকের লাশ উদ্ধার

লামা (বান্দরবান) প্রতিনিধি: বান্দরবানের লামায় মোঃ আব্দুল গফুর নামে এক বন শ্রমিকের লাশ উদ্ধার করা হযেছে। রবিবরি রাতে উপজেরার গজালিয়া ইউনিয়নের মিনজিরি এলাকার দুর্গম পাহাড় থেকে পুলিশ তার লাশ উদ্ধার করেন। মোঃ আব্দুল গফুর উপজেলার ফাইতং ইউনিয়নের ধুল্যাছড়ি পাড়ার নূর হোসেনের ছেলে।

তিনি প্রতিদিনের ন্যায় রবিবার সকালে গজালিয়া ইউনিয়নের মিনজিরি পাহাড়ে কাঠ সংগ্রহ করতে যান। রাতে ঘরে ফিরে না আসলে আত্মীয়-স্বজনরা তাকে খুঁজতে গিয়ে পাহাড়ে তার লাশ দেখতে পান। তারা ঘটনাটি পুলিশকে জানালে পুলিশ রাতে ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বান্দরবান জেলা সদরে প্রেরন করেন। এঘটনায় একটি অপমুত্যু মামলা রেকর্ড করা হয়েছে মর্মে পুলিশ পরিদর্শক অপ্পেলা রাজু নাহা জানিয়েছেন।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post