• July 27, 2024

লামায় বিচিত্র আয়োজনের মধ্যে দিয়ে শেষ হলো বর্ষবরণ

লামা (বান্দরবান) প্রতিনিধি: বান্দরবানের লামা উপজেলায় বিচিত্র আয়োজনের মধ্যেদিযে বাংলা নববর্ষকে বরণ করা হযেছে । এ উপলক্ষে উপজেলা প্রশাসন, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান সমুহ, সামাজিক-সাংস্কৃতিক স্বেচ্ছাসেবি সংগঠনসমুহ এবং বিভিন্ন ধর্মীয় জাতিগোষ্ঠি গুলোর স্বস্ব আচার ও কৃষ্টিগত ঐতিহ্য অনুযায়ী সপ্তাহব্যাপী কর্মসূচি পালন করেছে।

উপজেলা প্রশাসনের কর্মসুচির মধ্যে ছিল, সকালে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা, পান্থাভোজের আয়োজন, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতর।  মার্মা সম্প্রদায়ের সপ্তাহ ব্যাপী অনুষ্ঠান মালার মধ্যে ছিল, বৌদ্ধবিহার প্রদক্ষিন, পঞ্চশীল ও অষ্টশীল গ্রহণ, বুদ্ধমুর্তি প্রক্ষালণ, ঐতিহ্যবাহী ঘিলাখেলা, পিঠা উৎসব, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও রোমাঞ্চকর জলকেলি উৎসবে মেতে উঠা।

এর পাশাপাশি বাঙ্গালী বৌদ্ধগণের (বড়–য়া) কর্মসুচির মধ্যে ছিল, বৌদ্ধবিহার প্রদক্ষিণ, বুদ্ধমুর্তি প্রক্ষালন, পিন্ডদান, পঞ্চশীল ও অষ্টশীল গ্রহন ও বিশ্বশান্তির জন্য বিশেষ মৈত্রীকামনা। হিন্দু সম্প্রদায়ের কর্মসূচির মধ্যে ছিল, শিবপুঁজা ও বিহীত ধর্মীয় আচার অনুষ্ঠান।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post