লামায় বিজিবি ক্যাম্প বহাল রাখার দাবিতে মানববন্ধন
প্রিয়দর্শী বড়ুয়া, লামা (বান্দরবান): বান্দরবানের লামায় ত্রিশডেবা বিজিবি ক্যাম্প রাখার দাবিতে এলাকার আপামর জনগণের উদ্যোগে মানববন্ধন কর্মসুচি পালিত হয়েছে। বুধবার উপজেলার ফাঁশিয়াখালী ইউনিয়নের পাহাড়ি সন্ত্রসীদের অভয়ারণ্যখ্যাত ত্রিশডেবা বনফুর বাজারে এ মানববন্ধন কর্মসূচি হয়।
এসময় এলাকাবাসীর যানমালের নিরাপত্তা রক্ষার খাতিরে বিজিবি ক্যাম্প রাখার দাবি জানিয়ে বক্তব্য রাখেন, বনফুর বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি লুৎফর রহমান, মানবাধিকার কর্মী কামাল উদ্দিন, আওয়ামী লীগ নেতা সিরাজুল ইসলাম, স্থানীয় কৃষক মনির আহামদ, ক্ষুদ্র ব্যবসায়ী রিংকু ধর, বন শ্রমিক মুনিরুল ইসলাম ও মোহাম্মদ মোস্তফা প্রমুখ।