লামায় বিশ্ব খাদ্য দিবস পালিত
লামা (বান্দরবান) প্রতিনিধি: “কর্ম গড়ে ভবিষ্যৎ , কর্মই গড়বে ২০৩০-এ ক্ষুধামুক্ত বিশ”- শ্লোগানকে প্রতিপাদ্য করে বিশ্ব খাদ্য দিবস পালিত হয়েছে। লামা উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারন বিভাগের যৌথ উদ্যোগে এ উপলক্ষে গৃহীত কর্মসূচীর মধ্যে ছিল, বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা আয়োজন। মঙ্গলবার সকালে খাদ্যদিবসের র্যালি সদরের গুরুত্বপূর্ণ এলাকা প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
কৃষি অফিসার নুরে আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় নির্বাহী অফিসার নুর-এ- জান্নাত রুমী প্রধান অতিথি ও মহিলা ভাইস চেয়ারম্যান শরাবান তাফুরা, কৃষি সম্প্রসারণ অফিসার সানজিদা বিনতে সাদিয়া ও পল্লী উন্নয়ন অফিসার জাবেদ মীরজাদা বিশেষ অতিথি ছিলেন। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রেসক্লাব সভাপতি প্রিয়দর্শী বড়ুয়, সাধারণ সম্পাদক কামরুজ্জামান। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপ-সহকারী কৃষি অফিসার গোপন চৌধুরী।