লামায় বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস পালিত
লামা (বান্দরবান) প্রতিনিধি: ‘রেড ক্রস রেড ক্রিসেন্ট, সর্বত্র সবার জন্য’ এই স্লোগানকে সামনে রেখে সারা দেশের ন্যায় বান্দরবানের লামায় বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস পালিত হয়েছে। মঙ্গলবার (৮ মে) সকালে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি’র লামা ইউনিট এর আয়োজনে এই দিবসটি পালিত হয়।
এ উপলক্ষ্যে উপজেলা নির্বাহী অফিসার নূরে-এ-জান্নাত রুমি নেতৃত্বে সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে বর্ণাঢ্য র্যালী প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদ মিলনায়তনে মিলিত হয়। উপজেলা নির্বাহী অফিসার কেক কেটে দিবসের উদ্বোধন ও সকলের মাঝে কেক বিতরণ করেন।
এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামীলীগ লামা পৌর শাখার সভাপতি মো. রফিক, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি লামা উপজেলা শাখা যুব প্রধান গোলাম আজম সৌরভ, স্থানীয় এনজিও ইনিশিয়েটিভ্স ফর হিলী পিপস্ল ডেভেলপমেন্ট এর নির্বাহী পরিচালক মংছিংপ্রু, উপ-দল নেতা মো. শাহিন, পৌর আওয়ামীলীগের সাংগঠনিক মো. আবু তৈয়ব, সাংবাদিক খগেশপ্রতি চন্দ্র খোকন, মো. কামাল উদ্দিন, লামা থানা উপ-পরিদর্শক মো. কামাল। এছাড়াও রেড ক্রিসেন্ট সোসাইটি সেচ্ছা সেবকগণসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ গ্রহণ করে।