লামায় বিশ্ব রেড ক্রিসেন্ট দিবস পালিত
প্রিয়দর্শী বড়ুয়া, লামা, বান্দরবান: বান্দরবানের লামায় রেড ক্রিসেন্ট সোসাইটি’র উদ্যোগে বিশ্ব রেড ক্রিসেন্ট দিবস পালিত হয়েছে। এবছরের প্রতিপাদ্য “ভালবাসা”কে সামনে রেখে বুধবার (৮ মে) কর্মসূচির মধ্যে ছিল, বর্ণাঢ্য র্যালী, আলোচনা সভা ও ঈফতার মাহফিল। এদিন বিকালে লামা উপজেলা পরিষদ সভা কক্ষে র্যালী শেষে আলোচনা সভা হয়। সভায় রেড ক্রস ও রেড ক্রিসেন্ট সোসাইটির প্রতিষ্ঠাতা জিন হেনরি ডুনান্টের ১৯১ তম জন্মদিনের কেক কেটে তাঁর প্রতি সম্মান জানানো হয়।
লামা উপজেলা যুব রেড ক্রিসেন্ট সোসাইটির যুবপ্রধান গোলাম আজম সৌরভ’র সভাপতিতে অনুষ্ঠিত দিবসের আলোচনা সভায় উপজেলা চেয়ারম্যান মোস্তফা জামাল প্রধান অতিথি ছিলেন । অন্যদের মধ্যে পৌর মেয়র মো. জহিরুল ইসলাম, ভাইস চেয়ারম্যান মো. জাহেদ উদ্দিন, প্রেসক্লাবের সভাপতি প্রিয়দর্শী বড়ুয়া, সাধারণ সম্পাদক মো. কামরুল জামান, পৌর আওয়ামীলীগের সভাপতি মো. রফিক ও কোর্ট মসজিদের খতিব হাফেজ মাওলানা আজিজুল হক প্রমূখ বিশেষ অতিথি ছিলেন। সঞ্চালনা করেন উপজেলা দলনেতা মো. শাহিন। অনুষ্ঠানে উপজেলা, পৌরসভা ও বিভিন্ন ই্উনিয়ন থেকে আগত শতাধিক যুব রেড ক্রিসেন্ট সদস্যগণ উপস্থিত ছিলেন।