• July 4, 2025

লামায় ভূট্টা চাষ প্রদর্শণী মাঠ দিবস অনুষ্ঠিত

প্রিয়দর্শী বড়ুয়া, লামা (বান্দরবান): বান্দরবানের লামায় কৃষক পর্যায়ে ২০১৮-২০১৯ মৌসুমের রাজস্ব খাতের অর্থায়নে বাস্তবায়িত ভূট্টা চাষের মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চত্তরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে শতাধিক কৃষকের উপস্থিতিতে এই মাঠ দিবস প্রদর্শনী অনুষ্ঠিত হয়।

মাঠ দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লামা কৃষি সম্প্রসারন কর্মকর্তা সানজিদা বিনতে সালাম। এতে প্রধান অতিথি ছিলেন,উপজেলা নির্বাহী অফিসার নূর এ জান্নাত রুমি।

প্রধান অতিথির বক্তব্য কৃষকের উদ্দেশ্য বলেন, অন্যান্য ফসল ও তামাকের পাশাপাশি রোপা পদ্ধতিতে ভূট্টা চাষ করে আপনারা লাভবান হতে পারবেন। পার্বত্য এলাকায় তামাকের পরিবর্তে কৃষি ক্ষেত্রে এই ফসল সম্ভাবনার এক নতুন দিগন্ত খুলে দেবে বলে তিনি আশা প্রকাশ করেন।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post