লামায় মরিচ ক্ষেত থেকে যুবকের লাশ উদ্ধার

লামা (বান্দরবান) প্রতিনিধি: বান্দরবানের লামা উপজেলার ফাইতং ইউনিয়নের সোনাইছড়ি মরিচ খেতে যুবকের লাশ পাওয়া গেছে। নিহত ব্যক্তি জিয়াবুল করিম (৩৫) হারবাং পূ

লামায় নতুন বই’র গন্ধে উৎফুল্ল কোমল মতি শিক্ষার্থীরা
রফিকের ক্ষমতা অপব্যবহার ও দুর্নীতির বিরুদ্ধে দেয়া সাবেক এমপি ওয়াদুদ ভূঁইয়া’র বক্তব্য শহর জুড়ে আলোচনার ঝড়
খাগড়াছড়িতে একসাথে এইচএসসি পাস বাবা-ছেলে-মেয়ে ও নাতি!

লামা (বান্দরবান) প্রতিনিধি: বান্দরবানের লামা উপজেলার ফাইতং ইউনিয়নের সোনাইছড়ি মরিচ খেতে যুবকের লাশ পাওয়া গেছে। নিহত ব্যক্তি জিয়াবুল করিম (৩৫) হারবাং পূর্ব নুনাছড়ির আবদুল মান্নানের ছেলে।

বাগানের গাছ কাটার বিরোধ নিয়ে প্রতিপক্ষের ধাওয়ায় নিখোঁজ হওয়ার ১১ঘন্টা পর গতকাল বৃহস্পতিবার সকাল ১১টায় ওই ব্যক্তির লাশ উদ্ধার হয়। নিহতের স্ত্রী দিলতাজ বেগম ও ছোট ভাই সাহেদ দাবী করেন, বাগানের গাছ কাটার বিরোধ নিয়ে স্থানীয় আজিজদের সাথে বিরোধ হয় জিয়াবুলের। এর জের ধরে গতকাল বৃহস্পতিবার ভোররাত দেড়টার দিকে হারবাংস্থ বাড়িতে গিয়ে জিয়াবুল করিমকে দা-কিরিচ নিয়ে ধাওয়া করে আজিজসহ কয়েকজন। ওই সময়ের পর থেকে নিখোঁজ থাকে আজিজ। সকাল ১১টার দিকে পথচারী থেকে খবর পাই লামার ফাইতং ইউনিয়নের সোনাইছড়িস্থ নিজ মরিচ খেতে জিয়াবুলের মরদেহ পড়ে রয়েছে। তার মুখে আঘাতের চিহ্ন দেখা গেছে।

লামা থানার ওসি মো. আনোয়ার হোসেন সাংবাদিককে মৃত যুবকের আত্মীয়দের উদ্বৃতি দিয়ে বলেন, বাগানের গাছ বিক্রি নিয়ে মায়ের সাথে অভিমান করে জিয়াবুল বিষপানে আত্মহত্যা করেছে। তার শরীরে আঘাতের কোন চিহ্ন পাওয়া যায়নি। তবুও মরদেহ ময়নাতদন্ত করতে বান্দরবান সদর হাসপাতার মর্গে পাঠানো হয়েছে। চিকিৎসকের প্রতিবেদনে হত্যার আলামত পেলে আইনী ব্যবস্থা নেয়া হবে। আপাতত নথানায় অপমৃত্যু মামলা হয়েছে।