লামায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত
লামা (বান্দরবান) প্রতিনিধি: লামায় বীর মুক্তিযোদ্ধা, শহীদ ও মৃত মুক্তিযোদ্ধা পরিবারের সন্তাদের সংবর্ধনা অনুষ্ঠানে বক্তাগণ বলেছেন, সুখী ও সমৃদ্ধশালী বাংলাদেশ গড়তে চাইলে জাতীর পিতা বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়ন করতে হবে। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে লামা উপজেলা প্রশাসন এই সংবর্ধনার আয়োজন করে।
উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার নুর-এ-জন্নাত রুমীর সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনায় বক্তব্য রাখেন, পৌরমেয়র জহিরুল ইসলাম, পুলিশ পরিদর্শক আপ্পেলা রাজু নাহা, মুক্তিযোদ্ধা কমান্ডার ও উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শেখ মাহাবুবুর রহমান, বীর মুক্তিযোদ্ধা প্রিয়দর্শী বড়ুয়া, ইসমাইল হোসেন বেঙ্গল ও ছলিমুল হক চৌধুরী।
এউপলক্ষে দু’দিনব্যাপী কর্মসুচির মধ্যে ছিল, ২৫ মার্চ সকালে শিশু-কিশোরদের চিত্রাংকন প্রতিযোগিতা ও একাত্তরের এদিনের ভয়াল কালো রাতে পাকহানাদার বাহিনীর গণহত্যা স্মরনে আলোচনা সভা। ২৬ মার্চ সূর্যোদয়ের সাথে ৩১ বার তোপধ্বনীর মাধ্যমে দিবসের শুভ সূচনা, সকল প্রকার ভবনশীর্ষে জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ, ডিসপ্লে প্রদর্শন প্রতিযোগিতা, প্রীতি ফুটবর প্রতিযোগিতা, মুক্তিযুদ্ধ ভিত্তিক প্রামান্য চলচ্চিত্র প্রদর্শনী ও স্থানীয় শিল্পীগণের অংশগ্রহনে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেষন।