লামায় মাছ চাষ বৃদ্ধি করার লক্ষ্যে পতিত জমিতে পুকুর খনন
প্রিয়দর্শী বড়ুয়া, লামা (বান্দরবান): মাছ চাষের মাধ্যমে আর্থ-সামাজিক উন্নয়ন ও দৈনন্দিন কাজে ব্যবহৃত পানির সংকট দূরীকরণের লক্ষে বান্দরবানের লামা পৌরসভা এলাকায় পুকুর খনন করছে বেসরকারী সংস্থা কারিতাস এগ্রো ইকোলজি প্রকল্প। পৌরসভার হরিণঝিরি লতিফ মেম্বার পাড়ার বাসিন্দা ছায়েরা বেগমের পতিত জায়গায় ওপর সোমবার দুপুরে কোদাল দিয়ে মাটি কাটার মধ্য দিয়ে এ পুকুর খনন উদ্বোধন করেন, পৌরসভা মেয়র মো. জহিরুল ইসলাম।
এর আগে এ উপলক্ষে আয়োজিত এক সংক্ষিপ্ত আলোচনা সভায় বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের উপ-পরিচালক মাহফুজুর রহমান, ওয়ার্ড কাউন্সিলর হাবিল মিয়া, প্রকল্পের মাঠ কর্মকর্তা মো.মামুন সিকদার, সাংবাদিক মো. নুরুল করিম আরমান বিশেষ অতিথি ছিলেন।
এসময় প্রকল্পের মাঠ সহায়কগনও উপস্থিত ছিলেন। এ বিষয়ে প্রকল্পের মাঠ কর্মকর্তা মো. মামুন সিকদার বলেন, মাছ চাষের মাধ্যমে স্থানীয় হতদরিদ্রদের তথা আর্থ-সামাজিক উন্নয়ন ও দৈনন্দিন কাজে ব্যবহৃত পানির সংকট দূরীকরণের লক্ষে পুকুরটি খননের উদ্যোগ নেয়া হয়েছে। এজন্য ইতিমধ্যে এলাকার ১০জন হতদরিদ্র ও বিধবা নারীকে নিয়ে একটি দলও গঠন করা হয়। পুকুর খননের পর এ দলের সদস্যদেরকে মাছ চাষের ওপর প্রশিক্ষণসহ মাছের পোনা ও মাছের খাবার দেয়া হবে। তারা আগামী ৫ বছর পর্যন্ত এ পুকুরে মাছ করবেন। আর উৎপাদিত মাছ বিক্রি করে যা লাভ হবে, প্রত্যেক সদস্য তার সমান ভাগ পাবেন। এ লাভের অংশ দিয়ে নিজেদের অবস্থার উন্নয়ন করার আহবান জানান তিনি।