• December 11, 2024

লামায় মোস্তফা জামাল নৌকার হাল ধরছেন

লামা (বান্দরবান) প্রতিনিধি: আসন্ন ৫ম উপজেলা পরিষদ নির্বাচনে শেষ পর্যন্ত মোস্তফা জামাল নৌকার হাল ধরতে যাচ্ছেন।

গত শুক্রবার আক হৃদযন্ত্রের ক্রীয়া বন্ধ হয়ে আওয়ামীলীগের মনোনীত প্রার্থী আলহাজ মোহাম্মদ ইসমাইল মারা যান। তার স্থলে উপজেলা আওয়ামী লীগের যুগ্মসাধারন সম্পাদক মোস্তফা জামালকে উপজেলা চেয়ারম্যান নির্বাচনে আওয়ামী লীগ মনোনয়ন দেন।

মোস্তফা জামাল বীর মুক্তিযোদ্ধা শহীদ আব্দুল হামিদের আপন ভ্রাতুষ্পুত্র। শহীদ পরিবারের সন্তানের পাশাপাশি তিনি উপজেলা ছাত্রলীগের সাবেক সফল সভাপতির দায়িত্ব পালন করে আন্দোলন সংগ্রামে বলিষ্ট ভুমিকা পালন করেন। বর্তমানে তিনি উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্যের দায়িত্বে নিয়োজিত আছেন।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post