• January 18, 2025

লামায় শান্তিপূর্ণ সহাবস্থান রক্ষায় আন্ত ধর্মীয় সংলাপ অনুষ্ঠিত

লামা, (বান্দরবান) প্রতিনিধি: বান্দরবানের লামায় বেসরকারি উন্নয়ন সংস্থা তহজিংডং’র উদ্যোগে ধর্মীয় ও সামাজিক সম্প্রীতি, শান্তিপূর্ণ সহাবস্থান ও স্থিতিশীলতা এবং পারস্পরিক সহনশীলতা ও শ্রদ্ধাবোধ বিষয়ক আন্ত ধর্মীয় সংলাপ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে উ্পজেলা পরিষদের সভাকক্ষে এ সংলাপ অনুষ্ঠিত হয়।

এতে ইসলাম ধর্মের আলোকে সংলাপে প্রধান বক্তা ছিলেন, লামা মডের মসজিদের খতিব হাফেজ মাওলানা মুহাম্মদ আজিজুল হক, হিন্দু ধর্মের প্রধান বক্তা ছিলেন, বাবুল কান্তি শীল, বৌদ্ধ ধর্মের প্রধান বক্তা ছিলেন প্রিয়দশী বড়ুয়া ও খৃষ্টান ধর্মের প্রদান বক্তা ছিলেন বেপ্টিস মিশনের পালক রেপ্রুমার্মা।

এসআইডি, সিএইচটি ও ইউএনডিপি প্রকল্পের আওতায় গঠিত এলভিএমএফ কমিটির লোকাল ভলেন্টিয়ার মেডিয়েটর ফোরামের সম্পাদক ও সদর ইউপি চেয়ারম্যানের উদ্বোধনীর মাধ্যমে অনুষ্ঠিত সংলাপ অনুষ্ঠানে ইউএনডিপির আঞ্চলিক কর্মকর্তা মোস্তফা কামাল, উপজেলা ফেসিলেটর মোঃ সেলিম উদ্দিন ও প্রকল্প সমন্বয়ক পাইসিংউ মার্মা প্রমুখ বিশেষ অতিথি ছিলেন। সমগ্র সঞ্চালনায় ছিলেন প্রশিক্ষক মাইকেল মন্ডল।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post